0
বর্তমান সরকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর উপর ১০% ভ্যাট আরোপ করে, পরে তা কমিয়ে ৭.৫% এ নামিয়ে আনা হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষারথীরা শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছিল।  অনলাইনে তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছিল। রাজপথে সমাবেশও সারক লিপিও পেশ করে।
শিক্ষা পণ্য নয়, অধীকার


কিন্তু এবার প্রতিবাদ শুরু হয়েরছে  ক্যাডেট কলেজের ওয়েব সাইট হ্যাক করে। বুয়েট সহ বেশ কয়েকটি ওয়েব সাইট হ্যাক করেছে Bangladesh Black Hat Hackers! হ্যাক করা ওয়েব সাইটিগুলোর তালিকা

https://cse.buet.ac.bd/HEQEP/
http://www.bcc.army.mil.bd/
http://www.ccc.army.mil.bd/
http://www.ccr.army.mil.bd/
http://cadetcollege.army.mil.bd/
http://www.fgcc.army.mil.bd/
http://www.jcc.army.mil.bd/
http://www.jgcc.army.mil.bd/
http://www.mcc.army.mil.bd/
http://www.mgcc.army.mil.bd/
http://www.pcc.army.mil.bd/
http://www.rcc.army.mil.bd/
http://www.scc.army.mil.bd/
http://www.fcc.army.mil.bd/


হ্যাকারদের দাবি শিক্ষাকে পন্য হিসেবে তোলনা করে তার উপর ভ্যাট আরোপ করার প্রতিবাদে এই হ্যাক করা হয়েছে।


শিক্ষারথীরা জানায় সরকারের এমন অনৈতিক সিদ্ধানেতর বিরুদ্ধে তাদের আন্দলন চলতে থাকবে।
 

Post a Comment

 
Top