0

আর্মি স্টেডিয়ামে ৭ মার্চ হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট

।কনসার্টে আসছে Warefaze, শিরনামহীন, ARBOVIRUS,লালন, CRYPTIC FATE, SHUNNO.

রেজিস্ট্রশন করুন ফ্রি
গেইট ওপেন ১.৩০
শর্তাবলী
১. কনসার্ট চলাকালে প্রতিবার ভেন্যুতে প্রবেশকালে বারকোডযুক্ত ই-টিকেট প্রদর্শন বাধ্যতামূলক।
একটি ইমেইল দিয়ে একবারই রেজিস্ট্রেশন করা যাবে।
২. ভেন্যুতে ঢোকার সময় দুই দফা টিকেট যাচাই করা হবে। ভেন্যু প্রাঙ্গণে প্রবেশের প্রধান দরজায় (মেইন গেট) প্রথমবার টিকেট দেখতে চাওয়া হবে। পরে নম্বর দেওয়া গেটে টিকিট স্ক্যান করা হবে।

৩. টিকেটের গায়ে বারকোড পরিষ্কারভাবে ছাপা হতে হবে। টিকেটের বারকোড যদি স্ক্যানারে ‘রিড’ করা না যায়, তাহলে টিকেট অকার্যকর বলে গণ্য হবে এবং ভেন্যুতে প্রবেশ করতে দেওয়া হবে না।
৪. পরিষ্কার ছাপা নিশ্চিত করতে টিকেট ভালো কাগজে লেজার প্রিন্টারে প্রিন্ট করুন, যাতে বারকোড স্ক্যান করা সম্ভব হয় (উপরোক্ত ৪ নং শর্ত দেখুন)।
৫. ভেন্যুতে টিকেট ছাপানোর/ প্রিন্টিংয়ের কোনো ব্যবস্থা থাকবে না।
৬. ভেন্যুতে রেজিস্ট্রেশন/ নিবন্ধনের কোনো ব্যবস্থা থাকবে না।
৭. ভেন্যুতে প্রবেশের সময় টিকেটধারী প্রত্যেকের হাতে একটি করে সিল/স্ট্যাম্প সিল দেওয়া হবে। এই ৮. সিল/স্ট্যাম্প ছাড়া ভেন্যুতে কোনোভাবেই পুনঃপ্রবেশ করা যাবে না।
৯. সিল / স্ট্যাম্প এন্ট্রির জন্য অগ্রহণযোগ্য বিবেচনা করা হবে, যদি মুছে ফেলা হয়।.
১০. নিরাপত্তার স্বার্থে আয়োজক যে কোনো প্রবেশপথে দর্শনার্থীর সবধরনের ব্যাগ তল্লাশি করতে পারবে।
১১. ভেন্যুর প্রবেশদ্বার বিকেল ১ঃ৩০ টায় খোলা হবে।
১২. বারো বছরের কম বয়সী শিশুদের ভেন্যুতে প্রবেশ নিষেধ।
১৩. বাইরের কোনো ধরনের খাবার বা পানি/ পানীয় নিয়ে ভেন্যুতে প্রবেশ নিষিদ্ধ। ভেন্যুর ভেতর
১৪. ফুডকোর্টে নির্ধারিত মূল্যে খাবার পাওয়া যাবে। পানি বিনামূল্যে পাওয়া যাবে।
১৫. সিগারেট বা তামাক জাতীয় কোনো দ্রব্য নিয়ে ভেন্যুতে প্রবেশ করা যাবে না।
১৬. ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে প্রবেশাধিকার বরাদ্দ করা হবে। আয়োজক প্রয়োজনে যে কোনো ব্যক্তির আসন যে কোনো সময় পরিবর্তন করতে পারবে।
১৭. ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেলে আয়োজক যে কোনো মুহূর্তে গেট বন্ধ করে দেওয়ার অধিকার রাখে।
১৮. নির্বিঘ্নে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ও সবার উপভোগ করার লক্ষ্যে বা নিরাপত্তার স্বার্থে আয়োজক যে ১৯. কোনো সময় যে কোনো ব্যক্তিকে ভেন্যুতে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানাতে বা ভেন্যু ত্যাগ করার নির্দেশ দিতে পারবে।
২০. আয়োজক যে কোনো সময় তল্লাশি চালাতে পারবে। নিরাপত্তাহানিকর অথবা নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগে বাধা হিসেবে প্রতিয়মান যে কোনো ব্যক্তি বা বস্তুকে ভেন্যু থেকে অপসারণ করতে পারবে।
২১. ভেন্যুতে সিসিটিভি ক্যামেরা থাকবে। এছাড়া অন্যান্য ভিডিও ও স্টিল ক্যামেরাও থাকবে। অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত হওয়া মানে ক্যামেরায় আপনার ফুটেজ বা ছবি সংগ্রহ করা হবে এবং এতে আপনি সম্মত আছেন। এই সকল বিষয়ে আয়োজক কর্তৃপক্ষ কোনো দায়-দায়িত্ব বহন করবে না।
২২. এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে আপনার ব্যক্তিগত জিনিস হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া, বা আপনি কোনোভাবে আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত হলে সেজন্য আয়োজক কর্তৃপক্ষ কোনো দায়-দায়িত্ব বহন করবে না।
২৩. ফোনের ক্যামেরা ব্যতীত অন্য কোনো ধরনের ক্যামেরা নিয়ে ভেন্যুতে প্রবেশ করা যাবে না।
২৪. অনুষ্ঠান চলাকালে ফোন ‘সাইলেন্ট’ রাখতে হবে।
২৫. অনুষ্ঠান চলাকালে হাঁটাহাঁটি না করে এক জায়গায় বসে পরিবেশনা উপভোগ করার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।
২৬. কোনো ধরনের ব্যাগ ভেতরে নিতে দেওয়া হবে না। ব্যাগ বহনকারী ব্যক্তিকে অবিলম্বে ভেন্যু ত্যাগ করার নির্দেশ দেওয়া হবে. (অনুষ্ঠানস্থলে ব্যাগ রাখার কোনো সুযোগ-সুবিধা থাকবে না)।
২৭. মহিলাদের অনুরোধ করা হচ্ছে ১০ইঞ্চি X ৬ইঞ্চি থেকে বড় পার্স না আনার জন্য। এর থেকে বড় ব্যাগ/পার্স ভেতরে নিতে দেওয়া হবে না।




Post a Comment

 
Top