0
রাজধানীর ভাড়াটিয়ার ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করা শুরু করেছে পুলিশ।পুলিশ বলছে জঙ্গলি হামলা এবং বোমা তৈরীর কারখানা এসব সনাক্ত করনের জন্যই পুলিশ এসব তথ্য সংগ্রহ করছে।মূলত বাড়িওয়ালাদের মাধ্যমেই এসব তথ্য সংগ্রহ করছে পুলিশ।

সুপ্রিম কোটের আইনজীবি জ্যোতিময় বড়ুয়া এর বৈধতা জানতে চেয়ে হাই কোর্টে রিট করেছেন।আইনজীবি জ্যোতিময় বড়ুয়া উদ্দেগ প্রকাশ করে বলেছেন এভাবে জনগনের ব্যাক্তিগত তথ্য পুলিশের সংগ্রহ করা ঠিক না। সংবিধিনে গোপনীয়তার যে অধীকার দেয়া হয়েছে এতে তা খর্ব করা হচ্ছে।এছাড়া এ সব ব্যাক্তিগত তথ্য যদি কোন ভুল ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে যায় তাহলে সে ব্যাক্তি বিভিন্ন বিপাকে পরতে পারেন।

জ্যোতিময় বড়ুয়া আদালতের কাছে তিনটি নির্দেশনা চাওয়া হয়েছে।
১। তথ্য সংগ্রহের কার্যক্রম যেন অবিলম্বে বন্ধ রাখা হয়।
২। যে সকল তথ্য সংগ্রহ করা হয়েছে, সেগুলো যেন কোন কাজে ব্যবহার করা না হয়।
৩। সুনির্দিষ্ট আইন না হওয়া পর্যন্ত এসকল তথ্য যেন গুপন ভাবে সংগ্রহ করে রাখা হয়।

এ রীট আবেদনে আইন ও স্বাষ্ট্র সচিব,পুলিশ মহা পরিদর্শক এ ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদি করা হয়েছে।


Post a Comment

 
Top