0
প্রতিবারের মত একারো মার্কিন সাময়িকি ফোবাস বিশ্বের সেরা ধনীদের তালিকা প্রকাশ করেছে। প্রতিবারে প্রথম হয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতাষ্টাতা বিল গেইস। এতালিকায় ১৬তম তে ছিলেন ফেজবুকের জনক মার্ক জাকারবার্গ, কিন্তু এবছর তালির অবস্থান হয়েছে ৬তম।
বিশ্ব সেরা দনীদের তালিকা
এবছর সবচেয়ে বেশী ধনীদের উথ্থান হয়েছে চিনে।নারীদের মধ্যে প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিষ্ঠাতা সবার উপরে।
তথ্যও প্রযুক্তি খানে হয়েছে জয় জয় কার।ধনীদের এ বছর মোট সম্পদের প্ররিমান কমেছে।২০১৫ সালের ধনীদের তালিকার মধে্য ২৯ জন মারা গেছেন। এবছরের তালিকায় তাদের নাম বাদ দেয়া হয়েছে।এ বার নতুন করে ধনীদের তালিকায় যুক্ত হয়েছে ১৯৮ জন।২২১ জন যারা গত বছের তালিকায় ছিলেন তারা একার সরে গেছেন।

২০১৬ সালের সবচেয়ে নবিন ধনী হচ্ছেন নরওয়ের ১৯ বছর বয়সী তরুন আলেক্রন্দারা আন্দ্রেসেন।
৮৯২ জনের মোট সম্পদের পরিমান কমেছে, ৫১০ জনের মোট সম্পদের পরিমান বেড়েছে।

Post a Comment

 
Top