0
উইন্ডোজ পরিবারের সর্ব শেষ ভার্সন হচ্ছে উইন্ডোজ ১০। উইন্ডোজ ক্রপি, ৭ এবং উইন্ডোজ ৮ এর মত করে উইন্ডোজ ১০ এও আপনি বাংলা ব্যবহার করতে পারেন। বাংলা লেখার একটি জনপ্রিয় সফটওয়ার হচ্ছে অভ্র। অভ্র দিয়ে যদি আপনি কোন ফাইলে লেখেন যেমন ধরুন MS Word এর একটি ফাইল যেটি আপনি উইন্ডোজ ৭ অথবা ৮ এর তৈরী করে ছিলেন। উইন্ডোজ দশে ঐ ফাইলটি ওপেন করলে আপনি ফ্রস্ট সমস্যায় পড়তে পারেন। অভ্র ইন্সটল করলেও আপনি এই একই সমস্যার সম্মুখিন হতে পারেন। লেখাগুলো নাও দেখা যেতে পারে ফ্রন্ট সমস্যার জন্য। এর জন্য আপনাকে Vrinda ফ্রন্টি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে control panel এ fonts ফোল্ডারে পেস্ট করবেন। এবার দেখুন আপনার ডকুমেন্ট ঠিক আছে কিনা?
Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top