0
ক্যানসার একটি ভয়ানক রোগের নাম। ক্যানসারের প্রাথমিব অবস্থায় এটি ধরা পড়লে রোগের নিরাময় সম্ভব।তবে অধিকাংশ মানুষই জানেন না তাদের ক্যানসার আছে কি না।তাছা ক্যানসার সনাক্ত করনো অনেক ব্যায় সাপেক্ষ। এই রোগ নির্ণয় করা বেশ খরচসাপেক্ষ ব্যাপার। বায়োপসি রিপোর্ট, রক্ত পরীক্ষা, এক্স রে, এন্ডোস্কপি, আল্ট্রা সোনোগ্রাফি, সিটি স্ক্যান জাতীয় নানা কিছুর পর ক্যানসার রোগ নির্ণয় করা হয়।

সেজন্য ক্যানসারের প্রাথিমব লক্ষনগুলোর প্রতি নজরা রাখা উচিত

১) বদহজম

২)  খাওয়ার গিলে খেতে কষ্ট হওয়া
৩) পুরনো ঘা কিছুতেই না সারলে
৪) দ্রুত ওজন কমে যাওয়া
৫) ঘনঘন কাশি
৬) অন্ত্রের অভ্যাসে ঘনঘন পরিবর্তন
৭) তিলের আকার হঠাত্‍ পরিবর্তন হয়ে যাওয়া, মলমূত্র ত্যাগের হঠাত্‍ পরিবর্তন

৮) পুরনো কাশি বা ভাঙা গলার স্বর
৯) অস্বাভাবিক রক্তক্ষরণ বা স্রাব
১০) মূত্রথলির অভ্যাসে পরিবর্তন
১১) ঘনঘন অপ্রত্যাশিত ব্যথা

এসব লক্ষন দেখতে পেলে আর দেরি না করে একনি ক্যানসার পক্ষিকা করে দেখুন আপনার ক্যানসার আছে কি রা।

Post a Comment

 
Top